২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন
ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা’ থেকে আরো ১৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩। তুঁতে কত অণু পানি বিদ্যমান?
ক) ২ খ) ৫ গ) ৭ ঘ) ১০
৪। প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসের আয়তন কত?
ক) ২.২৪ লিটার খ) ২২.৪ লিটার
গ) ৬.০২ লিটার ঘ) ২২৪০ লিটার
৫। গ্লুকোজের আপেক্ষিক আণবিক
ভর কত?
ক) ৯০ খ) ১৪০ গ) ১৬০ ঘ) ১৮০
৬। সেমিমোলার বলতে বোঝায়?
ক) ০.৫ মোলার খ) ০.০০৫ মোলার
গ) ০.০৫ মোলার ঘ) ০.১ মোলার
৭। পানিতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত?
ক) ১১.১১ খ) ৮৮.৮৯
গ) ২২.১১ ঘ) ৩৩.৩৩
৮। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত?
ক) ৩৬% খ) ৪৬%
গ) ৫৬% ঘ) ৬০%
৯। অনার্দ্র কপার সালফেটের বর্ণ কীরূপ?
ক) সবুজ খ) সাদা
গ) লাল ঘ) নীল
১০। ঘনমাত্রা প্রকাশের রীতি হলো-
ক) লিটার খ) মোল
গ) মিলিগ্রাম ঘ) মোলারিটি
১১। ৫ গ্রাম ম্যাগনেসিয়াম কে দহন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন?
ক) ২.৩৩ খ) ৩.৩৩
গ) ৪.৩৩ ঘ) ৫.৩৩
১২। মোলারিটির মান কত হলে তাকে ডেসিমোলার দ্রবণ বলে?
ক) 0.2M খ) 0.5M
গ) 0.1M ঘ) 4.11M
১৩। অ্যানালার যৌগের বিশুদ্ধতা কোনটি?
ক) ৭০% খ) ৮৫%
গ) ৯৯% ঘ) ১০০%
১৪। ব্লিচে কোনটির শতকরা মান বেশি?
ক) সোডিয়াম খ) হিলিয়াম
গ) আর্গন ঘ) ফ্লোরিন
১৫। যৌগের অণুতে শতকরা সংযুক্ত হলো-
i) অক্সিজেন ৭৬.২
ii) নাইট্রোজেন ২০.১২
iii) হাইড্রোজেন ১.৫৯
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৬। রাসায়নিক পদার্থের আণবিক ভরকে কোন এককে প্রকাশ করা হয়?
ক) কেজি খ) গ্রাম
গ) মিলিগ্রাম ঘ) মোল
উত্তর : ৩। খ, ৪। খ, ৫। ক, ৬। গ, ৭। খ, ৮। খ, ৯। ঘ, ১০। খ, ১১। গ, ১২। ক, ১৩। ঘ, ১৪। খ, ১৫। ক, ১৬। খ।